নিজস্ব প্রতিবেদক- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আরমান আহমদ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেল চারটার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরমান আহমদ (১৭) ওই গ্রামের দবির মিয়ার ছেলে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার চারটার দিকে নিজ ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করে আরমান। তবে আত্মহত্যা কারণ কি হতে পারে এখনও তা জানা যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।