প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলেট মহানগর জমিয়তের সমাজ সেবা সম্পাদক মো. রেজাউল হক (এলএলএম ) গ্রামের বাড়িতে তাঁর বাবা ও চাচার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে জমিয়তের ওই নেতার বাড়িতে তাঁর বাবা মো. ফজলুল হক ও চাচা মো. সৈয়দুল হকের রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, নারিকেলতলা গ্রামের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ফয়জুর মোরসালিন, প্রবীণ মুরুব্বী লন্ডন প্রবাসী হান্নান মিয়া, সালিশি ব্যক্তিত্ব হোসেন মিয়া, মুক্তার মিয়া, মিনার মিয়া, উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহীনুর রাহমান, রানীগঞ্জ ইউনিয়ন জামাতের আমির মো. খালেদ আহমদ, নারিকেলতলা মাদ্রাসার সাবেক নাজির মাওলানা আব্দুল হান্নান, সমাজকর্মী লেচু মিয়া, কেএম ফয়েজ আহমদ সাংবাদিক জুয়েল আহমদ, রুহেল আহমদ, ইউনিয়ন যুবদল সাংগঠনিক সম্পাদক নিজাম মিয়া, সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জমিরুল হক সবুজ প্রমুখ।
পরে দোয়া মাহফিলে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহের শান্তি কামনায় মোনাজাত করা হয়l