স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও মু্ক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে একটি শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসনে লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ।
উপজেলা এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ক বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন।
পরে দোয়া মাহফিলে মোনাজাত করেন জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ।