1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব, বেশি আক্রান্ত শিশুরা

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। বেশি আক্রান্ত শিশুরা। গতকাল সোমবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগ। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন। অনেকে আবার ৩-৪দিন ধরে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত হাসপাতালে ৫৯ জন রোগি ভর্তি রয়েছেন। এর মধ্যে শিশু ৩৯, নারী ১১ ও ৯ জন পুরুষ। তারা অধিকাংশই ঠাণ্ডাজনিত রোগী ভর্তি আছেন। এছাড়া হাসপাতালে গত ১৫ দিনে প্রায় ৫ শতাধিক ঠাণ্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন। উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামের ফয়েজ আহমদ জানান, ডায়রিয়ায় আক্রান্ত ৩ বছর বয়সী ভাগনিকে নিয়ে দুই দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। কেশবপুর এলাকার ডায়রিয়ায় আক্রান্ত ঝরনা বেগম (৩৫) বলেন, গত ৩ দিন আগে হাসপাতালে ভর্তি হই। স্যালাইন দেওয়া পর এখন কিছুটা সুস্থ আছি। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বদরুদ্দোজা বলেন, শীতের তীব্রতা বাড়লে ঠাণ্ডাজনিত রোগ বেশি হয়। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। হাসপাতালে শিশু রোগিদের সংখ্যা বেশি। আমরাও শিশুদের গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, শীতের সময় সবার বাড়তি সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com