স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে শনিবার বিকেলে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত ওই আসামি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, নজরুল ইসলাম একজন চিহ্নিত ডাকাত। ২০১৩ সালের একটি ডাকাতি মামলায় গত ৩ বছর আগে তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজার রায় হয়। এরপর থেকে সে পলাতক ছিল।