1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় অর্থদণ্ড - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ অপরাহ্ন

জগন্নাথপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় অর্থদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৩১ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরে বেআইনিভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় চার দোকানি ও ভোক্তা অধিকার আইনে এক ব্যবসায়ীকে অর্থদ- করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই অর্থদ- প্রদান করা হয়।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের নেতৃত্বে ও জগন্নাথপুর থানার একদল পুলিশের উপস্থিতিতে উপজেলা সদরের জগন্নাথপুর-সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় চার ব্যবসায়ীকে ৩ হাজার ৫শ’ টাকা এবং ভোক্তার অধিকার আইনে আরেক ব্যবসায়ীকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com