স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে বেআইনিভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় চার দোকানি ও ভোক্তা অধিকার আইনে এক ব্যবসায়ীকে অর্থদ- করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই অর্থদ- প্রদান করা হয়।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের নেতৃত্বে ও জগন্নাথপুর থানার একদল পুলিশের উপস্থিতিতে উপজেলা সদরের জগন্নাথপুর-সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় চার ব্যবসায়ীকে ৩ হাজার ৫শ’ টাকা এবং ভোক্তার অধিকার আইনে আরেক ব্যবসায়ীকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।