স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রবিবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
গত বুধবার থেকে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপি জগন্নাথপুরের ৪১টি পূজামণ্ডপে দূর্গোৎসব শুরু হয়। রবিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়ে এ উৎসব। এদিন দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত উপজেলার বিভিন্ন নদী, পুকুরে দেবী বিসর্জন দেওয়া হয়।
বিভিন্ন মণ্ডপের দেবী কে গাড়ি বহর করে এবং কোন কোন এলাকায় নৌকার মাধ্যমে ভক্তরা রংঙে রঙিন হয়ে উৎসবে দেবীকে বিদায় জানান।
জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোষ্বামী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শারদীয় দুগাপূর্জা। এবার ৪১টি মণ্ডপে দুর্গোৎসব হয়েছিল।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।