স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের নিজ এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছাদিকুর রহমান নান্নু ও জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা নিজাম আহমদ।
আটকের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমককে বলেন, নাশকতা, বিশৃঙ্খলা, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। অভিযান শেষে সবকিছু জানানো হবে।