1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ভালো কাজে সহযোগিতার নির্দেশনা জগন্নাথপুরে কাঠমিস্ত্রিকে সাহায্য করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ আগস্ট পর্যন্ত এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা বড় জয়ে সেমিফাইনালে সারাদেশে ইন্টারনেট-সেবা বিঘ্নিত ঢাকার বাড্ডায় শিক্ষার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেটে আহত ১০ কোটা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলন, শান্তিগঞ্জে সড়ক অবরোধ

জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধব্বনির মাধমে বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরমধ্যে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি পুস্প স্তবক অর্পন করা হয়।
সকাল ৮টায় উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান. উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনের পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যেদর সংবর্ধনা প্রদান করা হয়। এতে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমুখ। এছাড়া শহীদের স্মরণে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা.
শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচসহ দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ. অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি. উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, আব্দুল জব্বার, বিজয় কুমার দেব, ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।
এরআগে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনের মাধমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবার উপজেলা হামদর্দ কার্যালয়ের উদ্যাগে
দরিদ্রদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সকালে পৌরশহরের ইকড়ছই-চিলাউড়া রোডস্থ হামদর্দের প্রধান কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠান হয়। এসময় উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, হামদর্দের ব্যবস্থাপক মহিম উদ্দিন, হাকিম
রেযওয়ানুল হক, অফিস সহকারী সাইফুল ইসলাম. আজিজুল ইসলাম, আক্তার হোসেন, জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com