1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরে র‌্যাবের জালে আটক ভুয়া ডাক্তার কারাগারে

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজার থেকে এক ভূয়া এক এমবিসিএস ডাক্তারকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ সিলেটের একটি দল গ্রেফতার করেছে। আজ বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, ফেনীর সোনাগাজী থানার সোনাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন শাহারপাড়া বাজারে একটি ফার্মেন্সীতে (ঔষধের দোকান) নিজেরে এমবিবিএস ডাক্তারের পরিচয় দিয়ে অনেকদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। এখবর পেয়ে সোমবার রাতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে বেলাল হোসেন প্রথমে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দেয়। এসময় প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখে ব্যথ হলে তাকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেফতারকৃত চিকিৎসককে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com