স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অফিসের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধর এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন , উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মধু সুধন ধর, জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশংকর পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা খালেদ সাইফুল্লাহ, মেডিকেল অফিসার ডা সামস রকি, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমূখ।