1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ৪০ লাখ টাকা ব্যয়ে হিমাঘর নির্মান কাজের উদ্বোধনী সভায় এম, এ মান্নান- প্রবাসীদের দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৪০ লাখ টাকা ব্যয়ে হিমাঘর নির্মান কাজের উদ্বোধনী সভায় এম, এ মান্নান- প্রবাসীদের দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন

  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮
  • ২৩৯ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে প্রবাসীদের উদ্যোগে মরচুয়ারী নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ৪০ লাখ টাকা ব্যায়ে জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউ,কে এর উদ্যোগে মরচুয়ারী (লাশ রাখার হিমাঘর) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। শুক্রবার বিকেলে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভ অনুষ্টিত হয়। প্রবীণ রাজনীতিবীদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, প্রবাসীরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন। তাই আমরা প্রবাসীদের কাছে কৃতজ্ঞ। তিনি প্রবাসীদের সকল মহতি উদ্যোগে বর্তমান সরকার পাশে রয়েছে বলে মন্তব্য করে বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বহিবিশ্বে বাংলাদেশ এখন উচ্চ মর্যাদার আসনে অধিষ্টিত। তাই শেখ হাসিনা ও আওয়ামীলীগের প্রতীক নৌকাকে যেকোন মুল্যে ধরে রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাপরিচালক এহতেশামুল হক দুলাল বলেন, সারাদেশের মধ্যে উপজেলা পর্যায়ে প্রবাসীদের উদ্যোগে মরচুয়ারী স্থাপনের কার্যক্রম নি:সন্দেহে প্রশংসনীয়। স্বাস্থ্যসেবার অগ্রগতিতে প্রবাসীদের অবদান স্মরনীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।অতিথি হিসেবে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাশ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাষ্ট্র প্রবাসী ছালিক এম ছোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস ছালিক, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সহ-সভাপতি জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউ,কের সদস্য মরচুয়ারী স্থাপনের অন্যতম উদ্যোক্তা তছির আলী প্রমুখ। তছির আলী বলেন, প্রবাসে থাকায় জগন্নাথপুরের অনেক প্রবাসী তাদের প্রিয়জনের লাশ দেখতে পারেন না।তাই লাশ সংরক্ষনের জন্য আমরা মরচুয়ারী স্থাপনের উদ্যোগ নিয়েছি। এতে ৪০ লাখ টাকা ব্যয় হবে বলে তিনি জানান। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস ছালিক ভবন নির্মাণের দায়িত্ব নেন। অপরাপর অর্থ জগন্নাথপুর উন্নয়ন সংস্থা বহন করবে বলে জানান।
অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া,জগন্নাথপুর পৌর কাউন্সিলর দেলোয়ার হোসাইন, শফিকুর রহমান, গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সদস্য এনামুল হক এনাম, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক রুমেন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com