স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামে থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বসত ঘরের ভেতর গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় জিলু রানী দাস (৩২) নামের গৃহবধুর লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের নিবারন দাসের স্ত্রী। দাম্পত্য জীবনে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে তাদের।
পুলিশ ও পরিবারের লোকজন জানান,বুধবার সকালে নিজ শয়নকক্ষের তীরের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ দেখে পরিবারের লোকজন জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জগন্নাথপুর থানার এসআই আবু ফাত্তাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুুতি চলছে।
Leave a Reply