স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ও
উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েের প্রধান শিক্ষক লিনা খানম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা পদক যাছাই বাছাই কমিটির ফলাফলে তাদেরকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়।
বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা পদক যাছাই বাছাই
কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা মোহন লাল দাস স্বাক্ষরিত ফলাফলে নিশ্চিত করা হয়। এছাড়াও উপজেলার পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজির উদ্দিন আহমেদ জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় পরিচালনা কমিটি মনোনীত করা হয়।