1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

জো বাইডেনের শরীরে ক্যানসার শনাক্ত, ছড়িয়ে পড়েছে শরীরের হাড়েও

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। এই ক্যানসারের একটি ‘আক্রমণাত্মক রূপ’ ধরা পড়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

 

রোববার (১৮ মে) স্থানীয় সময় তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর ৮২ বছর বয়সী বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

বিবৃতিতে বিস্তারিত জানিয়ে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে। তখন পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রাস্ত। ক্যানসারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

 

তবে আশার কথা জানিয়ে বলা হয়, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com