জগন্নাথপুর২৪ ডেস্ক::
টিকটকের জন্য ভিডিও বানাতে গিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সড়কে অটোরিকশার ধাক্কায় নুর মোহাম্মদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে কর্ণগোপ-গন্ধর্বপুর সড়কের কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত নুর মোহাম্মদ সিলেট এয়ারপোর্ট এলাকার বড়ৈকান্দি গ্রামের হারেছ মিয়ার ছেলে।
সে উপজেলার কর্ণগোপ এলাকার একটি স্পিনিং মিলের শ্রমিক ছিল।
পুলিশ জানায়, কারখানার কাজ শেষ করে রাতে কর্ণগোপ-গন্ধর্বপুর সড়কের কর্ণগোপ এলাকায় সড়কে টিকটকের ভিডিও করছিল কিশোর নুর মোহাম্মদ। এ সময় অসাবধানতাবশত মাঝ রাস্তায় চলে এলে একটি অটোরিকশা এসে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুত্র কালের কণ্ঠ