জগন্নাথপুর২৪ ডেস্ক::
ধর্মপাশায় ভিমরুলের কামড়ে প্রথম শ্রেণিতে পড়–য়া আরিয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরিয়ান উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের অটোরিকশা চালক রতন মিয়ার ছেলে ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের লোকজন জানায়, আরিয়ানের বাড়ির পাশে একটি আম গাছে ভিমরুলের বাসা আছে। সোমবার বিকেলে স্থানীয় ছেলেরা সেখানে খেলা করার সময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে। পরে বিকেলে তিনটার দিকে আরিয়ান গাছের নিচ দিয়ে গেলে ভিমরুলের কামড়ে আক্রান্ত হয় আরিয়ান। পরে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে ওইদিন তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে আরিয়ান বমি করতে থাকে এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।