জগন্নাথপুর২৪ ডেস্ক::
নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুর শিল্পাঞ্চলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতাকর্মীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
আজ শনিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে সোনারগাঁর কাঁচপুর এলাকা পার হওয়ার সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ সময় বিএনপি নেতাকর্মীরা স্থানীয় হকারদের দোকান ভাঙচুর করে দোকানের কাঠ, টুল, টেবিল ও চেয়ার নিক্ষেপ করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কটি কিছু সময়ের জন্য অচল করে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের কঠোর অবস্থানের কারণে নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময় পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করে।