স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আগামী বৃহস্পতিবার। রাত সাড়ে ৮টায় মন্ত্রীর নিজ বাড়িতে আসবেন বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা, বিকাল ৩টায় দিরাই উপজেলার বিবিয়ানা কলেজে সংবর্ধনায় যোগ দেবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
৩০ নভেম্বর শনিবার মৌলভীবাজার পৌরসভায় সভা, দুপুর ১২টায় মৌলভীবাজার সরকারি কলেজ অডিটরিয়ামে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও গুজব বিরোধী সমাবেশ এবং বিকাল ৩টায় সিনিয়র সিটিজেন আড্ডাস্থলের উদ্বোধন, মিউনিসিপ্যাল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগদান করবেন তিনি।
১ ডিসেম্বর রবিবার দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘৩৩৩’ কলসেন্টার এবং অনলাইন সেবা বিষয়ক অবহিতকরণ সভা, বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান
Leave a Reply