অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রশ্ন ফাঁস চক্রে রয়েছেন মেডিকো কোচিং সেন্টারের কর্ণধার ডা. জোবাইদুর রহমান জনি। তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার আখতারুজ্জামান তুষার ই-হক কোচিং সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট। এই দু’জন ২০০৫ সাল থেকেই প্রশ্ন ফাঁসে
সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে সাত চিকিৎসকসহ ১২ জনকে গ্রেপ্তারের বিষয়ে সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মেডিকেলের প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা ছিলেন জসিম উদ্দিন ভূঁইয়া। গ্রেপ্তার চিকিৎসকরা জসিম সিন্ডিকেটের সদস্য। এ ছাড়া প্রশ্ন ফাঁসের মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার আরও কয়েকজন আসামি জবানবন্দিতে জড়িত অনেকের নাম প্রকাশ করেছেন। তবে ঘটনার পর পর অনেকে গা-ঢাকা দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে এ চক্রের ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা। প্রশ্ন ফাঁসে সাত চিকিৎসকের সরাসরি সংশ্লিষ্টতা দেখে তদন্তকারীরাও বিস্মিত। গ্রেপ্তার চিকিৎসকদের মধ্যে অন্তত দু’জন সরকারি হাসপাতালের। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করতে রাজি হননি কর্মকর্তারা।
একজন কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যাংক হিসাবও খতিয়ে দেখা হয়েছে। কয়েকজনের হিসাব নম্বরে লাখ লাখ টাকা পাওয়া গেছে। বিদেশে তারা অর্থ পাচার করেছেন– এমন তথ্যও পাওয়া গেছে। আরেকটি দায়িত্বশীল সূত্র সমকালকে জানায়, গ্রেপ্তার চিকিৎসকদের মধ্যে কয়েকজন বেশ কয়েকটি কোচিং সেন্টারের সঙ্গে জড়িত।
কোচিং সেন্টারের আড়ালে তারা মেডিকেলের প্রশ্নপত্র নির্দিষ্ট শিক্ষার্থীদের কাছে সরবরাহ করতেন। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিতেন তারা। যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে চিকিৎসক ছাড়াও ব্যবসায়ী ও অন্যান্য পেশার লোক আছেন। চিকিৎসকদের মধ্যে কয়েকজনের বাড়ি ঢাকায়।
প্রশ্ন ফাঁসের মামলার তদন্তে যুক্ত একজন কর্মকর্তা বলেন, এ ঘটনায় ২০২০ সালে প্রথমে সানোয়ার হোসেন নামে একজনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী আরও কয়েকজন গ্রেপ্তার হন। তাদের মধ্যে ছিলেন জসিম, পারভেজ খান, জাকির হোসেন ওরফে দিপু ও মোহাইমিনুল ওরফে বাঁধন। গ্রেপ্তার জসীমের খালাতো ভাই আবদুস সালাম স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেসে মেশিনম্যান হিসেবে কর্মরত ছিলেন। মূলত সালামের মাধ্যমে প্রেস থেকে প্রশ্ন ফাঁস করতেন জসিম। এর পর তিনি সিন্ডিকেটের বিভিন্ন সদস্যের কাছে পাঠাতেন। যে সাত চিকিৎসক এবার গ্রেপ্তার হলেন, তারা জসীমের অত্যন্ত বিশ্বস্ত। তদন্তে উঠে আসে, জসিম প্রশ্ন ফাঁস করে ৪০ থেকে ৫০ কোটি টাকা কামিয়েছেন। ঢাকায় দুটি বাড়ি, একাধিক গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাঁর।
জানা গেছে, মেডিকো কোচিং সেন্টারের মালিক ডা. জনি দেশের বিভিন্ন এলাকায় ব্রাঞ্চ খুলে কৌশলে প্রশ্ন ফাঁস করে আসছিলেন। প্রশ্ন বিক্রির সিন্ডিকেটের সদস্য হিসেবে তিনি জসীমের আস্থাভাজন হয়ে ওঠেন। ২০২০ সালে গ্রেপ্তারের পর থেকে জসিম কারাবন্দি। তাঁর ৩৮টি ব্যাংক হিসাব আছে। এসব অ্যাকাউন্টে আছে ২১ কোটি ২৭ লাখ টাকা। তাঁর স্ত্রী শারমিন আরা জেসমিনের ১৪টি অ্যাকাউন্টে রয়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা। মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁস চক্রের সিন্ডিকেট দেশজুড়ে ছড়ানো ছিল। জসিম ও তাঁর সহযোগী সালামের পরিবারের একাধিক সদস্য ও চিকিৎসক এবং চারটি কোচিং সেন্টারের সংশ্লিষ্টতার কথাও তদন্তে বেরিয়ে এসেছে। জসীমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টব ইউনিয়নে। অভাব-অনটনের সংসার ছিল তাদের। খালাতো ভাই সালামের সঙ্গে তিন দশক ধরে তাঁর প্রেসে যাতায়াত ছিল। এক পর্যায়ে দু’জন মিলে গড়ে তোলেন চক্র। এতে যুক্ত করেন ডাক্তার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে।
সিআইডি দাবি করছে, এই চক্রের সদস্য হয়ে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁস শুরু করেন সালাম। ছাপা হওয়ার সময় প্রেস থেকে কৌশলে প্রশ্ন সরাতেন তিনি। এর পর সেই প্রশ্ন খালাতো ভাই ইন্স্যুরেন্সের কর্মী জসীমের হাতে দিতেন। জসিমই সারাদেশে তা ছড়িয়ে দিতেন। বিনিময়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫-১০ লাখ টাকা নিতেন তারা। চক্রটি ঘিরে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থীসহ অনেককে নিয়ে একটি বড় ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছিল। সিআইডি জানিয়েছে, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করেছিল। সেই মামলার তদন্ত করতে গিয়ে মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্নপত্র ফাঁস চক্রের সন্ধান পাওয়া গেছে।
সুত্র সমকাল