1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণ করা কঠিন কাজ নয়-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১

জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডেস্ক –
প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণ করা কঠিন কাজ নয় মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ২ লাখ ১৪ হাজার কোটি টাকার এই ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো।’

শুক্রবার (৪ জুন) বিকালে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে পরিকল্পনামন্ত্রী এ সব কথা বলেন।

২০২১-২০২২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম যুক্ত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, টাকা আনলে তা আমরা ঠিক সময়ে পরিশোধ করি বলেও সুনাম রয়েছে। আর সর্বোপরি এটি ভবিষ্যতের বিষয়। ভবিষ্যৎই বলে দেবে কীভাবে এই ঘাটতি পূরণ হবে।

আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে।

কর ছাড়ের বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা মনে করি, যদি আমরা রেভিনিউয়ের হার আস্তে আস্তে কমাই, তাহলে আমাদের কালেকশন বাড়বে। আমরা যে কর কমালাম -আমরা বিশ্বাস করি, ‘উই উইল বি উইনার’। করের হার কমানো হয়েছে, আশা করি, আমাদের রাজস্ব সংগ্রহ বাড়বে।’’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুন) ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। সূত্র একাত্তর ট।টিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com