1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’এর অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করলেন এমএ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ভালো কাজে সহযোগিতার নির্দেশনা জগন্নাথপুরে কাঠমিস্ত্রিকে সাহায্য করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ আগস্ট পর্যন্ত এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা বড় জয়ে সেমিফাইনালে সারাদেশে ইন্টারনেট-সেবা বিঘ্নিত ঢাকার বাড্ডায় শিক্ষার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেটে আহত ১০ কোটা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলন, শান্তিগঞ্জে সড়ক অবরোধ

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’এর অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করলেন এমএ মান্নান

  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৯৫ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় টায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি শান্তিগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’এর অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের উচ্চশিখরে নিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় হাওরাঞ্চলে উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’এর যাত্রা শুরু হয়েছে। শিক্ষা-দীক্ষায় এখন সুনামগঞ্জ অনেকটাই এগিয়ে যাবে। তিনি বলেন, ‘হাওরবাসীর একজন জনপ্রতিনিধি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি’।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় আওয়ামী লীগ সরকারই সবচেয়ে বড় অবদান রেখেছে। সেই ১৯৭১ সালে বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঐক্যবদ্ধ হয়ে দেশবাসী যুদ্ধে নেমেছিলেন। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রে পরিনত করেছিল আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গ্রামকে শহর করা, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে নতুন শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পরিচয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাবেন বলেও শিক্ষক-শিক্ষার্থীদের আশ^স্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের অধ্যক্ষ ডা. মনোজ মজুমদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের প্রভাষক ডা. শাহাদাৎ হোসেন ও ডা. দেবজ্যোতি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন প্রমূখ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ’এর অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে গেলে প্রথমেই ফুলেল শুভেচ্ছা জানান, কলেজের অধ্যক্ষ ডা. মনোজ মজুমদার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. জসিম উদ্দিন শরিফী।
পরে বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প’এর মৎস্য চাষীদের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত হয়ে উপকরণ বিতরণ করেন তিনি।
এদিকে বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ে গলদা, কার্প মিশ্রচাষ আর ডি প্রদর্শনী এর মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার হায়াতুন নবী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন, উপজেলা মৎস্য অফিসার জাহিদ হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com