স্টাফ রিপোর্টার-জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন,আওয়ামী লীগ সরকারের শাসনামলে সকল ধর্মের মানুষের সম অধিকার রয়েছে।শারদীয় দূর্গা উৎসব বাঙালির বড় উৎসব আমরা সবাই মিলে এ উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে বদ্ধপরিকর। তিনি রোববার রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা মাতৃবন্দনা যুব সংঘ আয়োজিত শারদীয় দুর্গা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত পূজা মন্ডপ পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাতৃবন্দনা যুব সংঘের সভাপতি সঞ্জয় কান্তি দে সনজিত এর সভাপতিত্বে ও
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দেরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুহিন আহমেদ দুদু,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ঈশ্বাদ আলী, সাধারণ সম্পাদক নিকিল পাল প্রমুখ এসময় মাতৃবন্দনা যুব সংঘের নেতৃবৃন্দ সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।