1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বাড়িতে মুরগি ঢোকা নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে খুন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ গাজায় যুদ্ধবিরতির উদ্‌যাপনের মধ্যেই ইসরায়েলের হামলা, নিহত ৩ বান্দার হক নষ্ট করার পরিণতি ‘বাঙালি’ নাগরিকত্ব বাদ দিয়ে ‘বাংলাদেশি’ করার সুপারিশ আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন সংস্কার প্রতিবেদন থেকে নতুন চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্মবার্ষিকী আজ জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র কুমার দেব আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নলুয়া হাওর অরক্ষিত / উদ্বোধনের এক মাসেও মাটি পড়েনি বাঁধে গভীর রাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, পুড়ল তিনটি রিসোর্ট

বাড়িতে মুরগি ঢোকা নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে খুন

  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শরীয়তপুরের জাজিরায় মুরগি ঘরে ঢোকা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের সময় নজরুল মাদবর (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা লতিফ মাদবর এবং ছোট ভাই সুমন মাদবর। শুক্রবার জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আড়াচণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল মাদবর মারা যান। আহত সুমন মাদবর বর্তমানে ঢামেক হাসপাতালে এবং লতিফ মাদবর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল মাদবরের বাড়ির মুরগি শুক্রবার সকালে প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়লে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় বোরহান মাদবর, আবু সালাম মাদবর, জলিল মাদবর, রাজন মাদবর ও মনু মাদবর ধারালো অস্ত্র নিয়ে নজরুল মাদবরকে কুপিয়ে আহত করে। লতিফ মাদবর ও ভাই সুমন ছাড়াতে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার উভয় পরিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়।

নিহতের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের বাড়ির মুরগির বাচ্চা বোরহান মাদবরের বাড়িতে গেলে সে আমার স্বামীকে ডেকে নিয়ে গালাগাল শুরু করে। এর প্রতিবাদ করার কারণে তারা আমার স্বামীকে কুপিয়েছে। আমি আমার স্বামী খুনের বিচার চাই।

জাজিরা থানার ওসি আল-আমিন বলেন, মুরগি নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনা ঘটেছে। অভিযুক্তরা পলাতক। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com