ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে এক প্রতিবন্ধী আদিবাসী কিশোরীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে একই ইউনিয়নের বান্দ্রা গ্রামে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, উপজেলা শাখার সভাপতি দশরথ চন্দ্র অধিকারী, সহ—সভাপতি কুমেদ হাজং, উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অজিত হাজং, ছাত্রনেতা অন্তর হাজং। গত ৯ নভেম্বর সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে বান্দ্রা গ্রামে ওই কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। আর ঘটনার দুই দিন পর ওই কিশোরীর মা বাদী হয়ে মধ্যনগর থানায় অভিযোগ দায়ের করেন। এর পরদিন দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক নামের এক যুবককে মহিষখলা বাজার থেকে আটক করে পুলিশ। রফিক একই গ্রামের রাশিদ মিয়ার ছেলে।