1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যুবলীগ নেতা হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ১৪ জনের যাবজ্জীবন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন

যুবলীগ নেতা হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ১৪ জনের যাবজ্জীবন

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ে রাষ্ট্র ও বাদীপক্ষ সন্তোষ্ট প্রকাশ করে রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি মামলাকে রাজনীতিক প্রতিহিংসা দাবি করে, আসামির আইনজীবী বলছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদকে আমানী লক্ষ্মীপুর এলাকায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনায় নিহতের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে মধু, মামুন, বাবু ওরফে গলাকাটা বাবু, শামীম হোসেন ও কাউছার ওরফে ছোট কাউছারসহ ২১ জনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর  ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘ শুনানী ও স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে প্রায় সাড়ে ৮ বছর পর আদালত আজ এই রায় প্রদান করেন। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মধু ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত টিপন আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বাকি আসামিরা পলাতক রয়েছে। তারা আদালতে উপস্থিত ছিলেন না।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মধু, মো. মামুন, বাবু ওরফে গলাকাটা বাবু, মো. শামীম, কাউছার ওরফে ছোট কাউছার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর আলম, নেহাল, মো. বোরহান, মো. তুহিন, জাকির হোসেন, সোহরাব হোসেন, বাছির আহাম্মদ, মো. মিজান, আলমগীর হোসেন, কছির আহম্মেদ, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, তারেক আজিজ সুজন, মো. টিপন ওরফে জাহাঙ্গীর আলম। অপরদিকে  মামলার আসামী সোহেল ও গোলাম রব্বানীকে খালাস দিয়েছেন আদালত। তবে দন্ডপ্রাপ্তরা বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত রয়েছে বলে দাবী করেন আসামীদের আইনজীবিরা।

এদিকে মামলার আইনজীবি শেখ জামাল রিপন বলেন, মামুনুর রশিদ চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। গুলি করে বিএনপির সন্ত্রাসীরা মামুনকে নির্মমভাবে হত্যা করে। মামলায় ৫ জনকে মৃত্যুদন্ড ও ১৪জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালদত। এই রায়ে খুশি। তবে দ্রুত সময়ের মধ্যে রায় বাস্তবায়ন করার দাবি জানান

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com