স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা আজ সোমবার রাত ১২টায় শেষ হচ্ছে। ১২টার পর আর নির্বাচনী কোন ধরনের প্রচারণা চালানো যাবে না। গত ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর টানা ১৪ দিন প্রচারনা চালান প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। এবারের নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৫ জন ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তা একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার পর থেকে সবধরনের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ থাকবে। নির্বাচনী আইন অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘন্টা পূর্বে আর প্রচারকাজ করা যাবে না। কোন প্রার্থী যদি আইন লঙ্ঘন করেন তাহলেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।