1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত ‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’ জগন্নাথপুরে টিকটক নিয়ে বাকবিতন্ডায় যুবক নিহত, মূলহোতা টিকটকার গ্রেপ্তার মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্রকে এখনই স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে : ইতালির প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে ভয়াবহ হুমকি হতে পারে এআই : সিইসি অভিবাদন জানাবার ইসলামি পদ্ধতি নতুন গানে মাতাবেন জগন্নাথপুরে সুরকন্যা বিথী জগন্নাথপুরে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে সংঘর্ষ, আহত ৩০ জগন্নাথপুরে টিকটক নিয়ে বাকবিতন্ডার জেরে যুবক নিহত

রানীগঞ্জের কাটাগাঙ্গের সেতুর পাটাতন খোলা, ঝুঁকি নিয়ে যান চলাচল

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কের একটি সেতুর এক পাশের পাটাতন খুলে গেছে। এ ছাড়া সেতুর নিচের দিকে স্টিলের পাত ভেঙে ঝুলে আছে। সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল রবিবার সরেজমিনে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাড়কের জগন্নাথপুরের ইছগাঁও এলাকায় কাটাগাঙ্গের ওপর নির্মিত বেইলি সেতুতে গিয়ে দেখা যায়, সেতুর একপাশের একটি পাটাতনের নাট খোলা। সেই সঙ্গে সেতুর নিচের দিকে স্টিলের পাত ভেঙে ঝুলে আছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত স্থানে লাল কাপড় টাঙিয়ে রাখলেও ব্যস্ততম সেতুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে সেতুর এক পাশের পাটাতনের নাট খুলে যায়।

এমন ঘটনা ঘটে অহরহ। সেতুটি সরু হওয়ার কারণে এমনিতেই তীব্র যানজট সৃষ্টি হয়। এর মধ্যে প্রায়ই পাটাতন খুলে দেবে যাওয়া এবং সেতুর সংযোগ সড়কেও গর্ত সৃষ্টি হয়। এতে প্রায়ই যান চলাচল বন্ধ থাকে।

সড়ক ও জনপথ অধিদপ্তর ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতুসহ সড়কের আটটি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে সড়কটি দিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের সূচনা হয়।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, পাটাতন খুলে যাওয়ার খবর পেয়ে সেতুটি সংস্কারের উদ্যাগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের দুই বেইলি সেতুর মধ্যে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ভমভমি বাজার এলাকার বেইলি সেতুর কাজ শুরু হয়েছে। কাটাগাঙ্গের বেইলি সেতুর জায়গায়ও নতুন সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com