জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল মাধ্যমে ১০টি জরুরি ফাইল ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে মঙ্গলবার সকালে তিনি যুক্তরাজ্যের রাজধানীতে পৌঁছেন। পরে তিনি ১০টি ফাইলে ইলেকট্রনিক স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী লন্ডনে সেভয় হোটেলে অবস্থান করছেন। সেখানে তিনি মঙ্গলবার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল বুধবার জানান, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থানকালে জরুরি ফাইল তার কাছে পাঠানোর জন্য আগেই অফিসকে নির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করলেও ঢাকায় তার অফিসের সঙ্গে সার্বক্ষণিক
ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং বিভিম্ন বিষয়ে সংশ্নিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। লন্ডনে তিন দিন অবস্থানের পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেন। নিউইয়র্কে অধিবেশনে যোগদানের পর প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর ওয়াশিংটন পৌঁছেন।
Leave a Reply