1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শান্তিগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শিল্পপতি আব্দুল মতলিব চৌধুরীর পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে তীব্র যানজটে জনদুর্ভোগ ইসলামী আইনে মব জাস্টিসের কোনো সুযোগ নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ শুক্রবার থেকে শুরু টানা ৯ দিনের ঈদের ছুটি তিন হাজার নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ পবিত্র শবেকদর আজ জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংর্ঘষে আহত ২০

শান্তিগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একাধিক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়কটির একাধিক স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
দিরাই রাস্তার মুখ (মদনপুর পয়েন্ট), উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এস্টেট ও আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস, যুগ্ম-সচিব আবদুল লতিফ খান।
এসময় সুনামগঞ্জ সদর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ, ছাতক উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেনসহ আরো চার উপ-সহকারি প্রকৌশলী উপস্থিত ছিলেন।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ অংশে ওয়েজখালী, নীলপুর, মদনপুর পয়েন্ট (দিরাই রাস্তার মুখ), উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, ডাবর পয়েন্ট, দামোধরতপী পয়েন্ট, বড়কাপন বাজার, জাউয়া বাজার, কৈতক পয়েন্ট, চৌকা পয়েন্ট, ধারণ বাজার, বুকারভাঙা ও গোবিন্দগঞ্জের বিশাল এলাকাসহ অন্তত ষোলটি স্থানের দুই পাশে অবৈধ স্থাপনা তৈরি করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ পরিচালনা করে সুনামগঞ্জ সওজ।
বুধবার অভিযানের প্রথম দিনে সড়কটির শান্তিগঞ্জ অংশের উজানীগাঁও পয়েন্ট, শান্তিগঞ্জ বাজার ও পাগলা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তারা। প্রথম দিনের কার্যক্রম পাগলা বাজারে এসে স্থগিত করেন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার আবারও পাগলা বাজার থেকে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ বলেন, আমাদের ধারাবাহিক অভিযান আগামীকাল (আজ) পর্যন্ত অব্যাহত রাখবো। আমাদের দুইটা সাবডিভিশন। সুনামগঞ্জ সদর সাবডিভিশনের আন্ডারে যতটুকু (শান্তিগঞ্জ উপজেলা) আছে ইতোমধ্যে উচ্ছেদ হয়েছে। আজ পাগলা বাজার থেকে ছাতক সাবডিভিশনের কাজ শুরু করবো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com