1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে চিপসের কারখানায় আগুন

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটা আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়েছে। কোম্পানিটির এজিএম এহসানুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামার সময় ১০ জন জন শ্রমিক আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়,আজ বুধবার বিকেল চারটার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগুনের সূত্রপাত। সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর পর থেকে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছেন। তবে আগুনের কারণ জানতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হবে।
সূত্র : সমকাল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com