স্টাফ রিপোর্টার-তাঁরা ছিলেন নিবেদিত প্রাণ সমাজকর্মী ও সনাতন ধর্মের অন্যতম ধর্মানুরাগী। তাদের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের শুন্যতা অপূরনীয়।তাঁরা বেঁচে থাকবেন তাদের কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে মন্দিরে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান শ্যামহাট আশ্রমের উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন,সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মিন্টু রঞ্জন ধর ও ধর্ম বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র কুমার দাশ এঁর স্মরণে স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গৌরাঙ্গ কুমার দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীহট্ট হরিসভা সিলেটের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কাব্যতীর্থ জগদীশ চন্দ্র ক্ষত্রিয়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কমিউনিটি নেতা বিজন কুমার দেব, রামকৃষ্ণ কথামৃত পাঠ চক্রের সভাপতি ডা: দিব্য রঞ্জন দে, জগন্নাথপুর উপজেলার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর,জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন, শ্রীহট্ট হরিসভার সদস্য নিকেলেশ দে,সুনামগঞ্জ সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার দাশ শ্যামল।অন্যানের মধ্যে বক্তব্য দেন শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশী কান্ত দাস,সদস্য সৌরভ রায় প্রমুখ সভার শুরুতে গীতা পাঠ করেন শ্রীহট্ট হরিসভার সদস্য শিবু তালুকদার।
শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রয়াত তিন পরিবারের সদস্যদের হাতে শোকবার্তা তুলে দেন শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও অতিথিরা। সভায় প্রয়াত সভাপতি ধীরেন্দ্র কুমার সেন এর জ্যেষ্ট ছেলে সুরঞ্জিত কুমার সেন, সহ সভাপতি মিন্টু রঞ্জন ধরের কনিষ্ট ছেলে রোমিও কৃষ্ণ ধর তূর্য ও ধর্ম বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র কুমার দাশের ছেলে তুষার দাশ শোকবার্তা গ্রহণ করেন।
পরে প্রয়াতদের আত্নার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ক্যানটেনমেন্ট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক কাব্যতীর্থ লোকেশ দাস, শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির অর্থ সম্পাদক দিপন পাল,সহ অর্থ সম্পাদক অধির পাল,সদস্য ছানু দাস,মতি দাস প্রমুখ সভাশেষে শ্রীহট্ট হরিসভার সদস্যরা শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করেন।অনুষ্ঠানে জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা লাল দেব ও আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু ভট্টাচার্যের আশু সুস্থতায় প্রার্থনা করা হয়।