জগন্নাথপুর২৪ ডেস্ক::
আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। গত এক যুগ ধরে তাঁকে কেন্দ্র করেই কৌশল সাজায় আর্জেন্টিনা। এবারও লাতিন আমেরিকার দেশটির শিবিরে সুর বাজতে শুরু করেছে যে ‘লিওর জন্য লড়ব আমরা’। এই যেমন বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ‘লা নাসিওন’ এর সঙ্গে সাক্ষাৎকারে অ্যাঞ্জেল ডি মারিয়া বেশ আবেগ নিয়েই বলেছেন, মেসির পাশে খেলতে পারাটাই তাঁর জীবনের সেরা অর্জন। সেই শৈশব থেকে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলছেন ডি মারিয়া। তারই যদি এই অবস্থা হয়, তাহলে তরুণদের কী হবে! তবে মেসির অকুণ্ঠ প্রশংসা করলেও, সব সময় মেসিকে পাস দেওয়ার পক্ষে নন ডি মারিয়া। আর কোচ লিওনেল স্কালোনি বলেছেন, আর্জেন্টিনার এই দলটি পুরোপুরি মেসিনির্ভর নয়।
কাতারে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন জুভেন্তাস তারকা ডি মারিয়া। তার পরও মেসির প্রশংসা করতে নাকি তার একটুও ক্লান্তি লাগে না, ‘আমার জন্য মেসির পাশে খেলতে পারাটাই সবকিছু। সে বিশ্বসেরা, ভিন গ্রহের। এ কথা বলতে আমার একটুও ক্লান্তি লাগে না। আবারও বলছি, মেসির সঙ্গে খেলতে পারাটাই আমার জীবনের সেরা পাওয়া। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে জাতীয় দলে খেলছি। ক্লাব ফুটবলেও এক দলে খেলা হয়েছে আমাদের। প্রতিদিন তাকে দেখতে পারাটা সত্যিই দারুণ কিছু। লিওর সঙ্গে খেলতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। সে ভীষণ পরিণত, প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে মাঠে মেসির সঙ্গে কীভাবে খেলা উচিত, এতদিনের অভিজ্ঞতার আলোকে সেটাও বলেছেন ডি মারিয়া, ‘
মাঠে আমি সব সময় তার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি, তাকে খুঁজি। তবে এটাও বুঝতে হবে যে, সব সমস্যা সমাধানের সামর্থ্য থাকার পরও সব সময় তাকে বল দেওয়া জরুরি নয়। কখন তাকে বল দিতে হবে, সেটা ভাবতে হবে। যদিও সে ভিন গ্রহের তার পরও মাঝেমধ্যে অন্য সিদ্ধান্ত নিতে হবে। সেটা তার এবং দলের ভালোর জন্যই করতে হবে।’
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য আর একটু এগিয়ে। তাঁর দল পুরোপুরি মেসিনির্ভর নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি, ‘ব্যক্তিগত সাফল্যে নির্ভর করে নয়, দল হিসেবেই সাফল্য চায় আর্জেন্টিনা। সবচেয়ে বড় কথা, এই দলটা পুরোপুরি মেসিনির্ভর নয়।’ একই সঙ্গে বিশ্বকাপে সফল হওয়ার জন্য স্মার্ট ফুটবল খেলার বিকল্প নেই বলেও মনে করছেন তিনি।
তবে কোচ যতই বলুক না কেন, দিনশেষে ম্যাচের ভাগ্য গড়ার দায়িত্বটা মেসির কাঁধেই থাকে। এই যেমন চলতি বছর চার ম্যাচে ১০ গোল করেছেন মেসি। এর মধ্যে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ের সব কটি গোলই তার। বাছাই পর্বেও ৭ গোল করেছেন মেসি। তাই মেসির ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার সাফল্য-ব্যর্থতা।