1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

সমতায় ফিরলো আর্জেন্টিনা

  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১৮

জগন্নাথপুর২৪ ডেস্ক::এক এক গোলের সমতায় শেষ হল প্রথমার্ধের খেলা। ১২ মিনিটে গ্রিজম্যানের গোলে ফ্রান্স এগিয়ে গেলেও ৪০ মিনিটে ডি মারিয়ার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।

আজকের ফ্রান্স বনাম আর্জেন্টিনার ম্যাচের প্রতি মুহুর্তের বর্ণনা

৩ মিনিট
বল পায়ে আগুয়ান মেসিকে ফাউল করে। ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে গোল করতে ব্যর্থ আর্জেন্টিনা।
৫ মিনিট
বা প্রান্ত দিয়ে বল পায়ে ফ্রান্সের ডি বক্সে ঢুকে পড়েন অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে ডি মারিয়ার শট বারের বাইরে যায়।
৭ মিনিট
বড় মিস ফ্রান্সের। ডি বক্সের মাথায় ফাউল থেকে ফ্রি কিক পায় ফ্রান্স। গ্রিজম্যানের শট আর্জেন্টিনার গোলবারে প্রতিহত হয়।
১০ মিনিট
আর্জেন্টিনার আক্রমণ থেকে পাল্টা আক্রমণে ফ্রান্সের এমবাপে গেলে ফাউলের শিকার হন তিনি। এই ফাউলে পেনাল্টি পায় ফ্রান্স।
১২ মিনিট
গোল। গ্রিজম্যানের শটে এগিয়ে গেল ফ্রান্স।
১৮ মিনিট
আবারো ফ্রি কিক পায় ফ্রান্স। হলুদ কার্ড পায় তালিয়া ফিকো।
১৯ মিনিট
পগবার শট বার উঁচিয়ে যায়।
২১ মিনিট
এভার বানেগার কর্নার থেকে সুযোগ পেলেও আর্জেন্টাইন আক্রমণ ভাগের খেলোয়াড়রা গোলে হেড নিতে ব্যর্থ হয়।
২৫ মিনিট
বাম প্রান্ত দিয়ে বল পায়ে আর্জেন্টিনার ছোট ডি বক্সে ঢুকে পড়েন গ্রিজম্যান। তবে গ্রিজম্যানের মাইনাস সহজেই ধরে ফেলেন গোলরক্ষক।
২৭ মিনিট
পরের মনিটেই বল পায়ে ফ্রান্সের ডি বক্সে ঢুকে পড়েন মার্কাদো। তার ক্রস মাঠের বাইরে যায়। এসময় হ্যান্ডবলের আবেদন করলেও তা নাকচ করে দেন রেফারি।
৩৬ মিনিট
আর্জেন্টিনার আক্রমন প্রতিহত করে ফ্রান্স। মেসি পড়ে গেলেও ফাউলের আবেদনে সাড়া দেননি রেফারি।
৩৮ মিনিট
গ্রিজম্যানের ক্রস থেকে মাথা ছোঁয়াতে ব্যর্থ হয় ফ্রান্সের খেলোয়াড়রা।
৪০ মিনিট
সমতায় ফিরলো আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল আদায় করেন ডি মারিয়া।
৪৭ মিনিট বিরতি

শুরু হল নক আউট পর্বের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে তারকায় ঠাসা দল ফ্রান্স ও মেসিতে বর্ণিল আর্জেন্টিনা। দুই দলেরই রয়েছে ইতিহাসের স্মরণীয় অধ্যায়। আর্জেন্টিনা ১৯৭৮ ও ১৯৮৬ সালের চ্যাম্পিয়ন এবং ফ্রান্স ১৯৯৮’র চ্যাম্পিয়ন। বাংলাদেশ সময় রাত ৮টায়, কাজানে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে রয়েছে ফরাসিরা। ১১ বারের দেখায় আর্জেন্টিনা ৬ বার এবং ২ বার জয় পায় ফ্রান্স। আবার বিশ্বকাপে ২ বারের দেখায় শতভাগ জয়ের রেকর্ড রয়েছে আর্জেন্টিনার।

ফ্রান্স সমর্থকদের আস্থার জয়গায় রয়েছে জিরু, এমবাপে, পল পগবা, গ্রিজমান, দেম্বেলের মত তারকারা। অপরদিকে আর্জেন্টিনার ভরসার নাম মেসি। তার সঙ্গে মাঠ মাতাবেন ডি মারিয়া, মাচেরানো, রোহো, পেরেজ, পাভনের মত প্রতিভাবান খেলোয়াড়রা।

ফ্রান্স প্রথম পর্বে দুই জয় ও এক ম্যাচ ড্রতে সাত পয়েন্ট নিয়ে পা রাখে দ্বিতীয় পর্বে। আর আর্জেন্টিনা এক জয়, এক ড্র ও এক হারে চার পয়েন্ট নিয়ে নাম লেখায় নক আউট পর্বে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com