1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সরকারের উপদেষ্টা হলেন সুনামগঞ্জের বিধান রায় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

সরকারের উপদেষ্টা হলেন সুনামগঞ্জের বিধান রায়

  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন সুনামগঞ্জের মধ্যনগরের বাসিন্দা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রাজধানীর বাইরে থাকায় বৃহস্পতিবার তিনি শপথ গ্রহণ করতে পারেন নি। ময়মমনসিংহ মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় সুনামগঞ্জের নব-গঠিত মধ্যনগর উপজেলার সদরের মধ্যনগর বাজারের ডা. গোপী রঞ্জন রায় পোদ্দার ও মাধবীলতা রায় পোদ্দারের বড় ছেলে।

প্রয়াত ডা. গোপী রঞ্জন রায় পোদ্দার (এমবিবিএস) আমৃত্যু নিরলসভাবে হাওরবেষ্টিত মধ্যনগর এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছেন। তিনি বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ক্ষেতমজুর সমিতির নেতা ছিলেন।

ডা. গোপী রঞ্জন রায় পোদ্দারের তিন ছেলে। দ্বিতীয় ছেলে বিকাশ রঞ্জন রায় পোদ্দার স্বপরিবারে কানাডাতে বসবাস করছেন। ছোট ছেলে বিরেশ রঞ্জন রায় পোদ্দার চলচ্ছিত্র নির্মাতা। বিধান রঞ্জন রায় পোদ্দার ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন।

১৯৬৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জ  সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি।

২০২০ সালের ২৭  ফেব্রুয়ারি তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করেন। এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মনোচিকিৎসার পাশাপাশি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার লেখালেখির সাথেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্ত্বত্ত (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পাবার খবরে হাওর বেষ্টিত মধ্যনগর উপজেলার সর্বস্থরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
এদিকে, রাজধানীর বাইরে ময়মনসিংহে থাকায় বৃহস্পতিবার রাতে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নিতে পারেন নি বলে জানিয়েছেন তার ছোট ভাই বিরেশ রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, তিনি সরকারে থাকার থাকার প্রস্তাবকে ইতিবাচকভাবেই নিয়েছেন। সকালে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

সুত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com