জগন্নাথপুর২৪ ডেস্ক::
গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন জহিরুল ইসলাম। স্ত্রী অনামিকা অন্তঃসত্ত্বা। তবে স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। যে কারণে বেশ কিছুদিন ধরে তার স্ত্রী শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।
অনেক চেষ্টা করেও কোনোভাবেই স্ত্রীকে নিজ বাড়িতে নিতে পারছিলেন না জহিরুল।
জহিরুলের ধারণা, খালাশাশুড়ি জেকির মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। যে কারণে তার কাছে ছুটে আসেন তিনি। কথা বলার এক পর্যায়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চর ছয়ানি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী শাহ আলম সরকারের স্ত্রী জেকি আক্তার, তার দুই ছেলে মাহিন ও মহিনের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ওজিহা নামে জেকি আক্তারের সাত মাসের শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনা সম্পর্কে বুধবার বিকেলে ডাকা সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোনাহর আলী শরীফ। এ সময় জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান, গোয়েন্দা পুলিশের ওসি মো. আফজাল হোসেন, বাঞ্ছারামপুর থানার ওসি মো. নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।