সুনামগঞ্জের
মধ্যনগরে ইজিবাইকের চাপায় পড়ে এক শিশু মারা গেছে। আজ বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলাপপুর গ্রামের সামনে সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি নাম মনিকা আক্তার (৬)। সে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ইজিবাইকের চাপায় নিহত শিশু মনিকা আক্তার উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলাপপুর গ্রামে মঙ্গলবার (১০ অক্টোবর) তার নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে তার নানার বাড়ির সামনের রাস্তা পার হয়ে অপরপাশের দোকান থেকে চকলেট আনতে গেলে বিপরীত দিকে ছুটে আসা একটি ইজিবাইক এসে শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে মহিষখলা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ইজিবাইক চালকের নাম মিঠু মিয়া (২৪)। তিনি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের জহের আলীর ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন।