1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে বজ্রপাতে আরেকজনের মৃত্যু/ এ নিয়ে মৃত্যু বেড়েছে চারে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে আরেকজনের মৃত্যু/ এ নিয়ে মৃত্যু বেড়েছে চারে

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে বজ্রপাতে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলার তিন উপজেলায চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার রাত থেকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়েছে। রোববার ভোর থেকে দুপুর ১২ টা পর্যন্ত বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এরমধ্যে দোয়ারাবাজারে মাছ ধরার সময় দুই জেলে, জামালগঞ্জে এক ও ছাতকে আরেক জেলে মারা গেছেন বজ্রপাতে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ীর পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতের ঘটনায় মৃত্য ঘটে তাদের।

 

এদিকে জেলার জামালগঞ্জে ভোর রাতে আরেক বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামের আরেক জেলের মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ীর পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এই জেলে মারা যান।

 

এছাড়াও ছাতক উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা সুন্দর আলী নামে আরেক জেলে মারা গেছেন। বাড়ির পাশের হাওরে সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিকার হন তিনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ৩ উপজেলায় বজ্রপাতে ৪ জন জেলে মারা গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সুত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com