জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের তিন উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সকালে সুনামগঞ্জ সদর উপজেলার বুলচান্দ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলের এজেন্ট দেওয়া নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দেয়। খায়রুল হুদা চপল এসময় প্রিজাইডিং অফিসার অসহযোগিতা করছেন বলেও অভিযোগ করেন।
অন্যদিকে, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ এমদাদুল বলেন, পাশের মহিলা কেন্দ্রের এজেন্টরা এখানকার পুরুষ কেন্দ্রে এসে বসতে চেয়েছেন। আমি বলেছি, আমার পক্ষে এটা অনুমতি দেওয়া সম্ভব নয়। এছাড়া ভোট গ্রহণ শুরু হবার পর এভাবে বদল করাও তার পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি।
এ নিয়ে উত্তেজিত হন চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল। তিনি প্রিজাইডং অফিসার পক্ষপাতিত্ব করছেন এবং তাকে অসহযোগিতা করা হচ্ছে বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান।
দুইঘণ্টা পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে পরে ওই প্রার্থীর এজেন্টরা যার যার কক্ষে গিয়ে দায়িত্ব পালন করেন। ওই সময় পর্যন্ত এই কেন্দ্রে প্রায় ৩০০০ ভোটারের মধ্যে মাত্র ১০০ ভোটার এসে ভোট প্রদান করেন। সকালে অঝোর ধারায় বৃষ্টি থাকায় কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম।
এর আগে একই কেন্দ্রে ভোট কক্ষে ভোট প্রদানের ছবি তোলা নিয়ে উত্তেজনা দেখা দেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।
সুত্র-সুনামগঞে