1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ-২ আসনে জয়াকে সমর্থন জানিয়ে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-২ আসনে জয়াকে সমর্থন জানিয়ে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ২৪৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূণ্য হওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তকে সমর্থন জানিয়ে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী শেখ জাহির আলী ও জাসদের প্রার্থী আমিনুল ইসলাম ।

সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেটে আয়োজিত সভায় জয়া সেনকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা দেন জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট শেখ জাহির আলী। এসময় টেলিফোনে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানান জাসদ (ইনু) এর প্রার্থী আমিনুল ইসলাম। এছাড়া তিনি দিরাইয়ে অপর এক সভায় প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন- সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের রাজনীতির অহংকার। তার মৃত্যুতে সুনামগঞ্জসহ গোটা দেশের মানুষ শোকাহত। তার মৃত্যুতে শূণ্য হওয়া সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত এ নেতার সহধর্মিণীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা ও আওয়ামী লীগ এবং মহাজোট নেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে সকল দলের প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মিসবাহ সিরাজ আরও বলেন- একজন প্রার্থী স্বতন্ত্র ব্যানারে নির্বাচনে রয়েছেন। তাকেও মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন- ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সুনামগঞ্জ-২ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করে সুরঞ্জিত সেনগুপ্তের এ আসনটি আবারও শেখ হাসিনাকে উপহার দেবে।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ জাহির আলী, জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, জাতীয় পার্টি নেতা শরফ উদ্দিন খসরু, আওয়ামী লীগ নেতা এডভোকেট আবদুর রহমান সেলিম, জাতীয় পার্টি নেতা এইচ এম ফারুক, আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন আহমদ, লুৎফুর রহমান ইয়াওর, মিজানুর রহমান চৌধুরী সুবা, ইফতেখার হোসেন মঞ্জু, আশিষ তালুকদার, খালেদ মিয়া, শেখ মুস্তাফিজুর রহমান, আবদুল আউয়াল চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফায়েজ আলী মাহবুব হোসেনের সাথে লড়তে হবে আওয়ামী লীগ প্রার্থী জয়া সেনগুপ্তকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com