স্টাফ রিপোর্টার-জগন্নাথপুর উপজেলাধীন মাধ্যমিক স্কুল সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে গতকাল বুধবার স্থানীয় আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে স্কুল সমিতি’র সভাপতি মোঃ শব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মাদরাসা সমিতি’র সাধারণ সম্পাদক ড. সৈয়দ রেজওয়ান আহমদ এর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ জগন্নাথপুর উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষ হয়ে ওঠার পেছনে পিতা-মাতার চেয়ে শিক্ষকগণের অবদান কোন অংশে কম নয়। অথচ বর্তমান সময়ে শিক্ষার্থী কর্তৃক শিক্ষকবৃন্দের সাথে যেসব আচরণ দেখাচ্ছে, কোমলমতি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের শিক্ষক মন্ডলীর মুখোমুখি দাঁড় করানো আমাদের জন্য দূর্ভাগ্যজনক। সুতরাং শিক্ষার্থীদের সঠিক পথে রেখে শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখতে দেশের সকল পেশা শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
আমরা বিশ্বাস করি; ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পূণরুদ্ধারসহ একটি সুশৃংখল ও শান্তিময় অবস্থা বিরাজমান রয়েছে। আমরা তাদের অর্জনকে গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করি। ইদানীং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন অজুহাতে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করে ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল সফলতাকে ম্লান করে দিচ্ছে। আমরা বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহবান জানাই।
সভায় শান্তি প্রিয় জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রায়াসে “শিক্ষক সমন্বয় পরিষদ, জগন্নাথপুর” নামে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।
আহবায়ক করা হয় হলিয়ারপাড়া জা. কা. সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ,, যুগ্ম আহবায়ক- মুহাম্মদ নজির উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক, পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,
সদস্য যথাক্রমে-শব্বির আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, ড. সৈয়দ রেজওয়ান আহমদ, অধ্যক্ষ, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা, মোঃ হাজের আলী, অধ্যক্ষ, শ্রীরামসি হাইস্কুল এণ্ড কলেজ, মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, মোঃ আব্দুল হালিম, প্রধান শিক্ষক, পাইলগাঁও বি এন উচ্চ বিদ্যালয়,
* মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সুপার, চিলাউরা দারুসসুন্নাহ দাখিল মাদরাসা, মোঃ নসির আলী, প্রধান শিক্ষক, অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়, মাওলানা সালেহ আহমদ, সুপার, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা।
সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে- মোঃ আতাউর রহমান, সাবেক প্রধান শিক্ষক, শাহারপাড়া উচ্চ বিদ্যালয়, মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, মোহাম্মদ হারুন অর রশীদ, অধ্যক্ষ, ষড়পল্লী উচ্চ বিদ্যালয়,মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যক্ষ, পাড়ারগাঁও আইডিয়াল ষ্কুল এণ্ড কলেজ,
মাওলানা সোলায়মান হেকীম, সুপার, বালিকান্দি দাখিল মাদরাসা, মোঃ আমীর হামজা, প্রধান শিক্ষক, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, এইচ, এম, আজমল, প্রধান শিক্ষক, আটপাড়া উচ্চ বিদ্যালয়, মোঃ,শামীম আহমদ, প্রধান শিক্ষক, রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়, মোঃ মুখলেছুর রহমান, প্রধান শিক্ষক, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, মাওলানা নূরুল ইসলাম, সুপার, পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদরাসা, পিন্টু রঞ্জন সরকার, প্রধান শিক্ষক, গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়, দিবানন্দ কুমার দাস, প্রধান শিক্ষক, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়, মাওলানা তাজুল ইসলাম, সুপার, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, পঙ্কজ,কান্তি তালুকদার, সহকারী প্রধান শিক্ষক, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়, মাওলানা ফয়েজ উদ্দিন, সহকারী শিক্ষক, হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা, মাওলানা আকবর আলী, সহকারী শিক্ষক, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় প্রমূখ।
সভাশেষে উপস্থিত নেতৃবৃন্দ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলামের সাথে উদ্ভুত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।