নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক জরুরী পরামর্শ সভায় বক্তাগণ বলেছেন, নবীগঞ্জের মেধাবী ছাত্র ও উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা হেভেন হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নকারী নৌকা বিরোধী ছাত্রলীগ নামধারীরা কখনো ছাত্রলীগের কর্মী হতে পারে না। তারা এখন স্বাধীনতা বিরোধীদের সাথে আতাত করে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত রয়েছে। তাদের এই অপ তৎপরতা থেকে সর্তক থাকার জন্য ছাত্রলীগের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নব গঠিত নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন হবিগঞ্জে আগমন এবং জননেত্রী শেখ হাসিনা’র গণমূখী উন্নয়ন কর্মকান্ড জন সম্মূখে প্রচার ও প্রসার ঘটানোর উপলক্ষ্যে এক জরুরী পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রাজু, তারেক খাঁন, ইমরান, বিষন রায়, তনয়, শিপন, মিটু, সুলেমান, সাগর, বিপ্রেশ, নিতেশ, পারভেজ, ইমন, মামুন, মোহন, শাওন, মিলন, ইমরান, মিজান, সাহেদ, আলী হোসেন, রুপন মিয়া, কাশেম, শাহ শ্যামল, মান্না, রাজিব, হিরণ, শাহানুর, রাকিব, ফারহান, সুজাত, জিয়াউর, আনহার, বাচিত, লুৎফুর, জাহিনুর, আইয়ুম, মিজানুর, মিঠু, জাহান, কাইয়ুম, দুলাল, সোহাগ, আশাদুল, আল আমীন, কাউছার, এমএ সবুর, সেবুন, হৃদয়, তোফায়েল, খালেদ, রুবেল, জাকির, জাবেদ, দিলাউর, জাহেদ, জুবায়ের, জুবেদ, জহির, কাওছার, তোফায়েল মিয়া, সাগর, সুলেমান, শংকর, রুবেল, জুয়েল, মিটন, নান্টু, নিখিল, বিমল ও দিরাজ প্রমূখ। বক্তারা আরও বলেন, ২০১২ সালে নেতৃত্ব ও ক্ষমতার জন্য ছাত্রলীগ নামধারী জামায়াত ও বিএনপি’র এজেন্ডরা মেধাবী ছাত্র ও উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা হেভেন চৌধুরী হত্যা করেছিল। আজ তারাই নবীগঞ্জে একটি সুসংগঠিত নব গঠিত ছাত্রলীগের কর্মকান্ডকে বাধাগ্রস্থ করে রক্তের হুলিখেলায় মেথে উঠেছে। তাদের এ সব অপতৎপরতা থেকে ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীদেরকে সোচ্চার থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। পরে নব গঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে শহরে এক বিশাল গণমিছিল অনুষ্টিত হয়েছে। মিছিল শেষে স্থানীয় নিম্বর টাউয়ারে পথসভা অনুষ্টিত হয়।
Leave a Reply