স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভুইয়ার নির্বাচনী প্রতিক নৌকার সমর্থনে আজ সোমবার সন্ধ্যায় পৌরএলাকার হবিবনগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হাজী ফয়েজ উল্লার সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্রব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া, যুক্করাজ্য আওয়ামী লীগ নেতা আকমল খান,উপজেলা আএয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হেসেন ভূঁইয়া, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কল্যান কান্তি রায় সানি, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান আদিল, জুয়েল হোসেন প্রমুখ।
সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেন, আওয়ামী লীগ জনগনের দল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশজুড়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। সরকারের ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে নৌকার ভোট দেয়ার জন্য আহবান জানান।
Leave a Reply