স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর কিশোরপুর গ্রামের প্রবীন সাংবাদিক, গল্পকার নাট্যকার কবি দিলদার হোসেন দিলোর কনিষ্ঠ কন্যা জয়ীর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আবারও দ্বিতীয়স্থান লাভ করেছে।গত ২৭ ফেব্রুয়ারি ইসলামীক ফাউন্ডেশন আয়োজিত জাতীয়পর্যায়ে শিশুকিশোর প্রতিযোগিতা জয়ী দ্বিতীয় স্থান অর্জন করেছে।
২৮ ফেব্রুয়ারি আগারগাঁও ইসলামিক ফাউণ্ডেশনর কার্যালে প্রধান অতিথি হিসেবে ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা ডঃ আ ফ ম খালিদ হোসেন জয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
জয়ী ইতিপূর্বে জয়ী ছবি অংকন আবৃত্তি সহ বেশ কয়েকটি জাতীয় পুরস্কার লাভ করেছে।সে সুর সারগাম সংগীত বিদ্যালয় বগুড়া শেরপুর উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে প্রতিযোগিতা সহ বিভিন্ন পুরস্কার লাভ করেছে।
উল্লেখ্য জয়ীর দাদা মরহুম আব্দুল গনি বগুড়া শেরপুর থানার সিও রেভিনিউ হিসেবে কর্মরত ছিলেন। জয়ী সকলের দোয়া চেয়েছেন।