1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হেলিকপ্টার থেকে নিজেদের নাগরিকদের গুলি করে ইসরায়েলিরা! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:

হেলিকপ্টার থেকে নিজেদের নাগরিকদের গুলি করে ইসরায়েলিরা!

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::’

ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলা নিয়ে নতুন প্রতিবেদনপ্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ। সেখানে দাবিকরা হয়েছে, ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভেতরেযে অভিযান চালিয়েছে তাতে সংগীত উৎসবে হামলার কোনোপরিকল্পনা তাদের ছিল না। তবে ফেস্টিভালে পলায়নপরমানুষের ওপর ইসরায়েলি হেলিকপ্টার থেকে গুলি চালানোহয়।

 

 

নাম উল্লেখ না করে পুলিশের এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতিদিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি একটি সামরিকহেলিকপ্টার রামাত ডেভিড ঘাঁটি থেকে উড়ে এসেহামলাকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে উৎসবেঅংশগ্রহণকারী অনেকেই গুলিবিদ্ধ হয়।

ইয়েদিওথ ‍আহরোনথ নামের সংবাদপত্রও ৭ অক্টোবর গাজাথেকে হামাসের হামলায় ইসরায়েলি বিমান বাহিনীরহেলিকপ্টার হস্তক্ষেপ করার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশকরেছে।

সংবাদপত্রটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর পক্ষে হামাসজঙ্গিদের শনাক্ত করা কঠিন ছিল। হেলিকপ্টার থেকে উৎসবেআসা বেসামরিকদের ওপর গুলি চালানো হয়’।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যোদ্ধারা মূলত কাছাকাছিকিবুৎজ রে’ইম এবং গাজা সীমান্তের নিকটবর্তী অন্য কয়েকটিগ্রামে হামলার পরিকল্পনা করে। তারা ড্রোন এবং প্যারাস্যুটেরসাহায্যে ইসরায়েলে প্রবেশের সময় ওই ফেস্টিভাল দেখতে পায়।অনুষ্ঠানে চার হাজার চারশরও বেশি মানুষ উপস্থিত ছিল।হামাসের হামলা দেখে এসব মানুষ দৌড়ে পালায়।

 

 

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ আরও জানায়, পুলিশের তদন্তও আটক হামাস সদস্যদের জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করেইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো জানাচ্ছে- অনুষ্ঠানটিহামাসের লক্ষ্যবস্তু ছিল না। হামাস সদস্যদের কাছ থেকেতাদের হামলার পরিকল্পনা সম্পর্কিত একাধিক ছক বা মানচিত্রখুঁজে পাওয়া গেলেও সেগুলোর কোনোটিতেই অনুষ্ঠানস্থলেরকথা পাওয়া যায়নি।

 

 

পুলিশের সিনিয়র এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে হারেৎজ জানায়, ‘রকেট হামলার চার মিনিট পর হামাস উৎসবস্থলে হামলাকরবে কিনা সে সিদ্ধান্ত নিতে নিতেই উৎসবে অংশগ্রহণকারীবেশিরভাগ মানুষ পালিয়ে যেতে সক্ষম হয়।’

 

 

এ হামলা সম্পর্কে পুলিশের প্রাথমিক একটি প্রতিবেদনইসরায়েলের চ্যানেল-১২ এর হাতে আসে। প্রতিবেদনঅনুযায়ী, হামাস যে আকস্মিক হামলা চালিয়েছিল তাতেসংগীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা ছিল না।ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হামাস সদস্যদের দেহথেকে উদ্ধার করা ম্যাপ ও অন্যান্য তথ্য থেকে এ কথা পরিষ্কারহয়েছে।

 

প্রতিবেদনে হতাহতের সংখ্যা সংশোধন করে বলা হয়, এহামলায় ১৭ পুলিশসহ ৩৬৪ জন নিহত হয়েছে। আগে এসংখ্যা ২৭০ বলে জানানো হয়েছিল। উৎসবস্থল থেকে ৪০জনকে তুলে নিয়ে যায় হামাস।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com