Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অবাক কান্ড ‘মায়ের মৃত্যুর চার মাস পর জন্ম নিলো শিশু !

জগন্নাথপুর টুয়ে্ন্টিফোর ডেস্ক::মায়ের মৃত্যুর চার মাস পর জন্ম নিলো ফুটফুটে শিশুটি। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে পর্তুগালের লিসবন হাসপাতালে।

চিকিৎসকরা ৪ মাস আগে ওই শিশুর মাকে মৃত ঘোষণা করেছিলেন। গর্ভবতী ওই নারীর মৃত্যুর পর স্বাভাবিকভাবে সবাই ধরে নিয়েছিলো তার গর্ভের সন্তানও হয়তো মারা যাবে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে পৃথিবীর আলো দেখল ছোট্ট শিশুটি।

চিকিৎসকরা জানান, ওই নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর ৩২ সপ্তাহ পর গত মঙ্গলবার (৭ জুন) ওই শিশুর জন্ম হয়। শিশুটির ওজন প্রায় আড়াই কিলো।

ফেব্রুয়ারিতে ৩৭ বছর বয়সী ওই নারীর মস্তিষ্ক অচল হয়ে যায়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু হাল ছাড়েননি তারা। চিকিৎসকরা দেখতে পেয়েছিলেন ওই নারীর গর্ভের সন্তান বেঁচে আছে এবং সে বেশ স্বাভাবিক রয়েছে। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

এই ঘটনাকে বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন পর্তুগালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যার প্রধান লুইস গ্রাসা। সূত্রঃ এনডিটিভি।

Exit mobile version