জগন্নাথপুর২৪ ডেস্ক::
নেটো সম্মেলনে যাওয়ার আগে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল উভয় দেশই তার ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
“আমি নিশ্চিত না, তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে কি না। ইসরায়েলের আজ সকালের হামলা আমার মোটেও পছন্দ নয়। আমি এটা বন্ধ করার চেষ্টা করব।”
ইরানকে নিয়েও খুশি নন জানিয়ে তিনি বলেন, ইরান আর কখনও তার পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে না।
“যুদ্ধবিরতির সময়সীমা শুরু হওয়ার পর একটিমাত্র রকেট ছোঁড়া হয়েছিল এবং এখন ইসরায়েল পাল্টা হামলা চালাচ্ছে। এদের শান্ত হতে হবে।”
তিনি বলেন, “গতকাল আমি যা দেখেছি, তাতে অনেক কিছুই আমার ভালো লাগেনি।
“চুক্তি হওয়ার পরপরই ইসরায়েল হামলা চালিয়েছে, সেটা আমার একদমই ভালো লাগেনি। তাদের এমনটা করার কোনো দরকারই ছিল না।”
ট্রাম্প বলেন, “আসলে, এই দুই দেশ এতদিন ধরে, এত তীব্রভাবে যুদ্ধ করেছে যে এখন নিজেরাই জানে না ‘ওরা আসলে কী করছে’।”
সূত্র: বিবিসি, সৌজন্যে বিডিনিউজ টুয়েন্টিফোর.কম