1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জেএসসিতে মজিদপুরের দুই শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ সাফল্য - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

জেএসসিতে মজিদপুরের দুই শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ সাফল্য

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৪০৯ Time View

কামরুল ইসলাম মাহি::

সদ্য ফল ঘোষিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের দুই শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। উভয়ই শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। এতে তাদের পরিবার আনন্দিত। তারা হল জিহাদুর রহমান ও সানজিদা আক্তার। তারা কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

মৃত ডাঃ নুরুল ইসলামের ৫ম পুত্র মোহাম্মদ জিহাদুর রহমান তার পিতার শেষ ইচ্ছে পূরণ করতে সে ভবিষতে ডাক্তার হতে চায়। সে জানায়, মজিদপুর তুলনা মুলক একটি অবহেলিত গ্রাম তাই এই এলাকার মানুষ বিভিন্ন জটিল রোগে ভোগে। তাই আমি একজন ভালো ডাক্তার হয়ে গ্রামবাসীসহ অত্র এলাকায় সেবা প্রদান করব।

অপরজন মৃত হাজি উস্তার উল্ল্যার মেয়ে মোছাম্মদ সানজিদা বেগমও একজন ডাক্তার হবে বলে জানায়।

আটপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন জানান, এই দুই শিক্ষার্থী লেখাপড়ায় খুবই ভালো। আশারাখি তারা ভবিষতে স্বপ্ন পূরণে সফল হবে।

এদিকে এই দুই জিপিএ-৫ অর্জনকারীদের মজিদপুর নুরুন আলা নুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থাসহ এলাকার সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com