1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদশের সব কমিটি স্থগিত জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন গুলশানে চাঁদাবাজি / বৈষম্যবিরোধী নেতাসহ চারজন ৭ দিনের রিমান্ডে হবিগঞ্জে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার ৬ মাস বয়সী যমজ শিশুসহ গৃহবধূকে গ্রেপ্তার করে ছবি পোস্ট পুলিশের সেনাপ্রধানের প্রশংসায় সারজিস আলম জুলাই সনদের খসড়া প্রস্তুত: আলী রীয়াজ মাছ আল্লাহর নিয়ামতের দরিয়ায় এক বিস্ময়কর দান জগন্নাথপুরে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত ‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা চার বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন্

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০১৫

জগন্নাথপুর টোয়েন্টিফোর ডেস্ক-দীর্ঘ চার বছর পর নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এটি হচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ একক অ্যালবাম। এর আগে তিনি তিনটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এগুলো হচ্ছে_ ‘জ্যামিতিক ভালোবাসা’ (২০০৬ সাল), ‘ফুয়াদ ফিচারিং কনা’ (২০০৮ সাল) এবং ‘সিম্পলি কনা’ (২০১১ সাল)। এর প্রতিটি অ্যালবামই শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে।
দীর্ঘদিন নতুন অ্যালবাম থেকে দূরে ছিলেন কনা। এর কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে অডিও বাজারের অবস্থা ততটা সুবিধাজনক নয়। তাই অ্যালবামের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছিলাম। তবে ভক্ত-শ্রোতারা বরাবরই অ্যালবাম প্রকাশের ব্যাপারে অনুরোধ করে আসছেন। সে কারণে আবারো অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। তবে এবারের অ্যালবামটি নিয়ে কোনো তাড়াহুড়ো করব না। ধীরে-সুস্থে এর কাজ শেষ করব।’
কনা আরো জানান, ইতোমধ্যে তিনি এ অ্যালবামের একটি গানের কাজ সম্পন্ন করেছেন। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। কনা জানান, বাপ্পা মজুমদারের সঙ্গেও একটি গানের ব্যাপারে কথা পাকা হয়েছে। দু-একদিনের মধ্যেই তিনি আরেকটি গান নিয়ে শওকত আলি ইমনের সঙ্গে আলোচনা করবেন। কনা বলেন, ‘আমার নতুন অ্যালবামে এক একজন সংগীত পরিচালক এক একটি করে গান তৈরি করবেন। এভাবে একটি একটি করে গান জমাতে জমাতে পূর্ণাঙ্গ অ্যালবাম হয়ে যাবে।’ বরাবরের মতো এবারের অ্যালবামেও কনা একটি নজরুলসংগীত রাখবেন বলে জানিয়েছেন। এর সংগীতায়োজন করবেন বাপ্পা মজুমদার। গানটি হলো_ ‘মেঘের ডমরু’। এ প্রসঙ্গে কনা বলেন, ‘নজরুলসংগীত নিয়েই সঙ্গীতাঙ্গনে আমার পথচলা শুরু হয়েছিল। তাই আগের অ্যালবামের মতো এবারো একটি নজরুলসঙ্গীত রাখব।’
ক্যারিয়ারের চতুর্থ অ্যালবামটি বাজারে আসবে কবে? এ বিষয়ে হতাশার সুরে কনা বলেন, ‘দেশের পরিস্থিতি এখন তো খুব একটা ভালো নয়। তবে চলতি বছরের শেষের দিকেই অ্যালবামটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।’
অ্যালবামের পাশাপাশি বর্তমানে কনা নিয়মিত স্টেজ শো করছেন। পাশাপাশি প্লেব্যাকেও সরব রয়েছেন তিনি। তাছাড়া মাঝেমধ্যে তাকে টিভি লাইভ অনুষ্ঠানেও দেখা যাচ্ছে। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই তার দিনগুলো কাটছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com