1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মন্ত্রী এম এ মান্নানের আহ্বানকে নির্দেশ মনে করে জগন্নাথপুরের কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে প্রকল্প নেয়া হবে- আনিসুল ইসলাম মাহমুদ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

মন্ত্রী এম এ মান্নানের আহ্বানকে নির্দেশ মনে করে জগন্নাথপুরের কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে প্রকল্প নেয়া হবে- আনিসুল ইসলাম মাহমুদ

  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৬৭ Time View

স্টাফ রিপোর্টার : মহাজোটের অন্যতম শরিকদল জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেনে, বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সরকারের মন্ত্রীরা গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরে উন্নয়নের জন্য জনগনকে সাথে নিয়ে কাজ করছে। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু ১৯৭৪ সালে হাওর এলাকার মানুষের জন্য হাওর বোর্ড গঠন করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আমরা জাতীর জনকের স্বপ্ন পূরনে কাজ করছি তাই আজ সুনামগঞ্জে হাওর ও জলাভূমি অধিদপ্তরের অফিস উদ্বোধন করেছি। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এখন মর্যাদার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো বাংলাদেশকে অনুকরন করছে। বাংলাদেশের এই অগ্রগতি কেউ থামাতে পারবে না। তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে। কিন্তুু দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কোন মতপার্থক্য থাকা উচিৎ নয়,যে কারণে জাতীয় পার্টি বর্তমান সরকারের সাথে ঐক্যমতের ভিত্তিতে উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযোগী হয়েছে। কোন রাজনৈতিক দলের মতো জ্বালাও পোড়াও ধ্বংসাত্বক রাজনীতিতে জাতীয় পার্টি সমর্থন করে না। তিনি রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচির বাজার এলাকায় কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিনে পরির্দশন করে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির আহ্বানে কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলতি এলাকায় প্রকল্প গ্রহণ করার ঘোষনা দিয়ে বলেন, স্থানীয় এই সাংসদরে আহ্বানকে আমরা নির্দেশ হিসেব্ েমনে করে এখানে দ্রুত প্রকল্প গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। DSC06240ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খয়ের ইছরাইলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, আওয়ামীলীগ হচ্ছে এদেশের গরিব দুঃখি মেহনতি মানুষের সংগঠন। বাঙ্গালী জাতীর দীর্ঘ বঞ্চনার ইতিহাস থেকে জাতীকে মুক্ত করে একটি গৌরবময় সাহসি জাতীতে রূপান্তরিত করতে জাতীর জনক বঙ্গবন্ধু কাজ করেছিলেন। এই মহান নেতার আর্দশের রাজনৈতিক দল আওয়ামীলীগ দেশের উন্নয়নে কাজ করছে। তাইতো বিদেশীরা এখন আমাদেরকে সালাম দেয়, বিশ্ব ব্যাংক দরজায় এসে কড়া নাড়ে। বাংলাদেশ এখন আনবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বকে অবাক করে দিয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী নরসিংদি জেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বীর প্রতিক বলেন, এদেশের মানুষ স্বাধীনতা ও গনতন্ত্রে বিশ্বাসী। দেশে স্বাধীনতা ও গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। একটি দল স্বাধীনতা ও গনতন্ত্রে বিশ্বাস করেনা তারা জাতিকে বিভ্রান্ত করতে ধ্বংসাত্বক রাজনীতি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদের সেই স্বপ্ন আর কোন দিন এদেশে পূরন হবে না। তিনি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে জাতীয় সংসদের একজন সৎ সজ্জন ও বিচক্ষন রাজনীতিবীদ ও মন্ত্রী হিসেবে অভিহিত করে বলেন, তাঁর নির্বাচনী এলাকার নদী ভাঙ্গন রোধে আমরা কাজ করব। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ আছকির খান, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুরাদ, খায়রুল ইসলাম মেম্বার প্রমুখ।
jagannathpur-02 সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাওর উন্নয়ণ বোর্ডের মহাপরিচালক আফরোজা বেগম, পানি উন্নয়ণ বোর্ডের মহাপরিচালক আব্দুল হাই বাকী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান,সৈয়দপুর শাহারাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান,আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মদরিছ মিয়া, পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা মশহুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজন আহমদ,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান চৌধুরী বাচ্ছু,সালেহ আহমদ,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল আহমদ প্রমুখ। জনসভার পূর্বে তিন মন্ত্রী লঞ্চদিয়ে কুশিয়ারা নদী ঘুরে নদী ভাঙ্গন সরেজমিনে পরির্দশন করেন। উল্লেখ্য ফেচির বাজার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ২৫ কোটি টাকার একটি প্রকল্প তৈরী করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com